বিয়েতে ১০ হাজার গাছ চাইলেন কনে!


26 April, 2016:

প্রায় অর্ধেক দেশ খরার কবলে। পানির কষ্টে রয়েছে প্রতি ৪ জনের ১ জন মানুষ। খরায় ভারতের যুবসমাজের মধ্যে কতটা প্রভাব পড়েছে তা বোঝা গেল মধ্যপ্রদেশের ভিন্ন জেলার প্রিয়াংকা ভাদোরিয়ার মনোভাবে। বিয়েতে কী উপহার চাই জানতে চেয়েছিলেন তার শ্বশুরবাড়ির লোকজন। তাতে প্রিয়াংকা জানায়, ১০ হাজার গাছ লাগাতে হবে। ২২ এপ্রিল আর্থ ডে হিসেবে পালিত হয়েছে। সে দিনই বিয়ে ঠিক হয় ২২ বছর বয়সি প্রিয়াংকার। আর পরিবেশ সচেতন মানুষ হিসেবে বিশ্বকে কিছু ফিরিয়ে দিতেই প্রিয়াংকা এমন উপহার চাইলেন যাতে গোটা দেশ উপকৃত হয়। গোয়ালিয়র-চম্বল অঞ্চলে এটা একটা রীতি। বিয়ের আগে পাত্রীর কাছে জানতে চাওয়া হয়, তার কোন উপহার চাই। সাধারণত এটা জিজ্ঞাসা করেন পাত্র নিজেই। সেদিনও এ কথাই জানতে চান পাত্র রবি চৌহান। তাতে প্রিয়াংকা জানান তার মনের ইচ্ছা। সাধারণ এ বয়সের মেয়েরা বিয়ের উপহার হিসেবে যেসব জিনিস চেয়ে থাকেন, তিনি তার ধারকাছ দিয়েও গেলেন না। প্রিয়াংকার কথা শুনে শুধু শ্বশুরবাড়ির লোকজনই নয়, তার নিজের পরিবারও যথেষ্ট বিস্মিত! তবে এতে দুই পরিবারই যথেষ্ট খুশি হয়েছে। প্রিয়াংকা বলেন, ‘১০ বছর বয়স থেকে গাছ লাগানো শুরু করি। এখন তো এটা নেশার মতো হয়ে গেছে। পরিবেশের ওপর যথেষ্ট অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত। আমরা নিজেরা যদি এ নিয়ে না ভাবি, তবে অদূর ভবিষ্যতে এর জন্য সবাইকে ভুগতে হবে। আর্থ ডে’তে যখন আমার বিয়ে ঠিক হল, তখনই ঠিক করি এটাই চাইব।’

Source: www.jugantor.com/last-page/2016/04/26/27724

Photo Source: www.indiatimes.com