মুক্ত আকাশে প্রান ফিরে পেল এক ঝাঁক ঘুঘু
অবশেষে প্রান ফিরে পেল এক ঝাঁক তিলা ঘুঘু । সম্প্রতি পাবনা শহর থেকে উদ্ধার করা হয় এই ঘুঘু ।
পাখিপ্রেমিক ও আলোকচিত্রশিল্পী এহসান আলী বিশ্বাস লিঠুর সহায়তায় গত সোমবার উদ্ধার করা হয় ১৫ টি তিলা ঘুঘু । প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর অবমুক্ত করা হয় পাবনা শহরে। এহসান আলী বিশ্বাস লিঠু বলেন , পাবনা শহরে এবং তার আশে পাশের উপজেলাগুলোর হাটে প্রতিনিয়ত বিভিন্ন জাতের দেশি পাখি বিক্রি করতে দেখা যায় এবং একদল অসাধু ব্যবসায়ী অধিক লাভের জন্য বিভিন্ন জাতের দেশি পাখি বিক্রি করে, দেশি পাখি রক্ষায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পরও বন্ধ করা সম্ভব হচ্ছে না এই পাখি কেনাবেচা । তিনি আরও বলেন , প্রত্যেক প্রাণীই একটি নির্দিষ্ট পরিবেশে জন্ম গ্রহণ করে। সেই পরিবেশেই সে ধীরে ধীরে বেড়ে ওঠে। নিজস্ব পরিবেশের সাথে তার এক ধরণের সম্পর্ক গড়ে উঠে সেখানেই তাকে সবচেয়ে ভালো মানায় ,পাখি খাঁচায় নয় বরং প্রকৃতিতে সবচেয়ে ভালো মানায় । আর তাই তরুণরাই পারে আমাদের দেশিয় পাখি সংরক্ষনের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে।