মোহনগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৩০ হাজার একর জমির ধান

24 April, 2016

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা * নেত্রকোনার মোহনগঞ্জের ২৯ কিমি দৈর্ঘ্যের হাইজদা বেড়িবাঁধটি গত শুক্রবার ভেঙে যাওয়ায় বাঁধের ভিতরে থাকা ৩০ হাজার একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধনু নদীর পানি বৃদ্ধি পেলে এ ঘটনা ঘটে। জালালপুর, শ্যামপুর, নওগাঁ, গাগলাজুর গ্রামের শত শত কৃষকের প্রায় ১৫ লাখ মণ পাকা ধান পানির নিচে ডুবে আছে। কৃষকের মুখে এখন বিষাদের ছায়া। হাওর পাড়ের কৃষক ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান রতন জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গড়িমসির কারণে বাঁধের কাজ কোনো বছরই শেষ হয় না। তারা অপেক্ষায় থাকে প্রাকৃতিক দুর্যোগের। দুর্যোগ হলে তাদের জন্য সুবিধা। কাজ করতে হয় না। প্রাকৃতিক দুর্যোগ হলেও তাদের ক্ষতি নেই, সব ক্ষতি কৃষকের। চলতি মৌসুমে অকাল বন্যা ও পাহাড়ী ঢলের কবল থেকে হাওরের বোরো ফসল রক্ষার জন্য হাইজদা বেড়িবাঁধ সংস্কারের কাজ এখনো শতভাগ হয়নি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শাহাবউদ্দিন জানান, হাইজদা বাঁধের ৭০ ভাগ কাজ হয়েছে। হাওর এলাকার ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, মাইকিং করে এলাকাবাসীকে বাঁধ রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেয়ার অনুরোধ জানানো হলেও সাড়া মেলেনি। তাছাড়া এখন ধানকাটার মৌসুম বলে সবাই ব্যস্ত। পাউবো ও ঠিকাদার বাঁধের সর্বনাশ করেছে। শ্যামপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বেগ জানান, তার ২ একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। কিছু জমির ধান কেটে মাড়াই করে ধান বাড়িতে আনার সুযোগ না পেয়ে ঝড়-বৃষ্টির মাঝে বাঁধে পড়ে রয়েছে। চলতি বছরে বাঁধটি মেরামত সংস্কারের জন্য কাবিখা প্রকল্পে ১৯ লাখ এবং ৫টি গ্রুপে ঠিকাদারের মাধ্যমে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির জন্য কাজটি এখনও সম্পন্ন হয়নি। এক ফসলের উপর নির্ভরশীল কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য প্রতিবছরই পাউবো ডুবন্ত বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণের টেন্ডার ও প্রকল্প কমিটি গঠন করে বাঁধ সংস্কারের কাজ সম্পন্ন করে থাকে।

Source: www.ittefaq.com.bd/print-edition/country/2016/04/24/115785

Photo Source: archive.thedailystar.net