Candle vine
[su_row][su_column size=”2/5″]

Pothos scandens (বাতি লতা)
রাজ্য / Kingdom: | Plantae |
অবিন্যসিত / Unranked: | Angiosperms |
অবিন্যসিত / Unranked: | Monocots |
বর্গ / Order: | Alismatales |
পরিবার / Family: | Araceae |
উপপরিবার / Sub family: | Pothoideae |
গন / Genus: | Pothos |
প্রজাতি / Species: | P. contorta |
[/su_column] [su_column size=”3/5″]
বাতি লতা
বাংলা নামঃ | বাতি লতা |
English Name: | Candle vine |
Scientific Name: | Pothos scandens |
[su_tabs][su_tab title=”Description”]
তরু বিশারদ কার্ল লিনিয়াস একে Pothos scandens L নামকরন করেছেন যা Araceae পরিবার ভুক্ত লতা। এর পাতার আকৃতি মোমবাতির শিখার মত এজন্যই একে ইংরেজীতে Candle vine বা বাংলায় বাতি লতা বলে, কি অপরূপ নামকরন!
এরা অন্য বৃক্ষ পুরানো দেয়াল কে অবলম্বন করে বেড়ে উঠে এবং নোড ও ইন্টারনোড থেকে যে শেকড় বের হয় তা অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে ধাবিত হয়। তবে এরা পরজীবী নয় পরাশ্রয়ী লতা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। আদ্র আবহাওয়া ছায়াযুক্ত পরিবেশে ও সামান্য বৃস্টিতে এরা স্বাচ্ছন্দে বেঁচে থাকে। বাতি লতার ফুল কখনো দেখিনি তবে যেটুকু জেনেছি এর ফুল গোলাপী লাল বর্নের ও পুস্প বিন্যাস imbrecate.
[/su_tab] [su_tab title=”Distribution”]
বাংলাদেশ
[/su_tab] [su_tab title=”Herbal quality”]
এই লতা ভেষজ গুন সম্পন্ন। এর মূল তেলে ভেজে সেই তেল ফোড়াতে ব্যবহার করলে নিরাময় পাওয়া যায়। পাতা থেতলিয়ে এর রস ইপিলিপসি রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। কান্ড শুকিয়ে কুচি কুচি করে তামাকের মত ধুমপান করলে এজমা সেরে যায়। ঘাগড়াছডিতে এই লতা হিস্টেরিয়া ও সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করা হয়। (Yusuf et al. 2009).
এছাড়াও আলাদা আলাদা স্টাডিতে প্রমানিত যে বাতি লতার (Pothos scandens L) Antibacterial, Anthelmintic and Larvicidal কার্যকরীতা আছে।
সতর্কীকরণঃ যে কোনো ভেষজ ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।
[/su_tab] [su_tab title=”Report Us”]
[ninja_forms id=6]
[/su_tab][/su_tabs]
[/su_column] [/su_row]