ধান কাটা-মাড়াইয়ের আধুনিক যন্ত্র উদ্ভাবন করলেন টিপন
মদন উপজেলায় কৃষকের সন্তান মোস্তফা হোসেন টিপন আলোড়ন তুলেছেন ধান কাটা মাড়াই ও ওড়ানোর আধুনিক যন্ত্র উদ্ভাবন করে। তার প্রশংসা এখন গ্রামগঞ্জ ও হাট-বাজারে। উপজেলার কাইটাইল ইউনিয়নের পাচহার বরবাড়ী গ্রামের ওয়ার্কশপ মেকানিক্স মোস্তফা হোসেন টিপন(২৮)।