Floralia Brussels festival
প্রাচীন রোমান ধর্মে ‘ফ্লোরালিয়া’ ছিলো দেবী ফ্লোরার সম্মানে উৎসব বা ফেস্টিভালের নাম। ব্রাসেলস এর অদূরবর্তী শহর Groot-Bijgaarden এ ১৪ হেক্টরের উপরে অসাধারন সাতু বা পুরানো দুর্গকে কেন্দ্র করে নেদারল্যান্ডের সহায়তায় এবং নেদারল্যান্ডের কোকেনহোপ গার্ডেনের অনুসরণে আয়োজিত হয় বালব বা কন্দ যুক্ত বসন্ত ফুলের ফেস্টিভাল বা প্রদর্শনী “ফ্লোরালিয়া ব্রাসেলস” l উনবিংশ শতাব্দীর শেষ ভাগে château de Grand-Bigard সাতুকে কেন্দ্র করে ‘Louis Fuchs’ এর নকশায় গড়ে তোলা হয় গার্ডেন।
১৩ বছর ধরে আয়োজিত হয়ে আসছে “ফ্লোরালিয়া ব্রাসেলস”। এ বছর ২০১৬ বসন্তে ৬ই এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত প্রদর্শনী আয়োজিত হচ্ছে। ‘Groot-Bijgaarden’ গার্ডেনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন নেদারল্যান্ডের বালব উত্পাদনকারি বিখ্যাত পরিবারের ‘Maarten Bakker’। তিনি সব সময় চেষ্টা করেন নতুন প্রজাতির গাছ পালা ও ফুলে বাগান সাজাতে, তার নিরলস প্রচেষ্টা থাকে নতুন কোনো ভ্যারাইটি নেদারল্যান্ডে উদ্ভাবন হলে তা সংগ্রহ করা। প্রাসাদের বাগান পরিচারকরা এবছর হাতে এক মিলিয়নের ও বেশি বালব লাগিয়েছেন। এক্সিবিশনের ৪ সপ্তাহে দর্শকরা উপভোগ করতে পারেন ৫০০ প্রজাতির বালব ফুল যার বিরাট অংশ ৪০০ প্রজাতির রয়েছে মন মোহনীয় টিউলিপ।
বাগানকে পুরো বসন্ত প্রাণবন্ত ফুলে ভরিয়ে রাখতে তিন প্রকারের টিউলিপ লাগানো হয়েছে। বসন্তের প্রারম্ভে ফোটা টিউলিপ
বসন্তের মধ্য ভাগে ফুটবে এমন বালব ফ্লাওয়ার এবং শেষ বসন্তের কন্দ ফুল। এছাড়াও এদের classic triumph tulips, botanical (kaufmanniana, greigii, fosteriana), lily flowers, viridiflora, parrots and multi–flora এভাবে বিভক্ত করা হয়েছে।
গার্ডেনে রয়েছে বিরল প্রজাতির নার্সিস ও ডেফোডিল যেমন narcissus papillon, এছাড়াও রয়েছে সাগর নীল মুস্কারি, বিরল প্রজাতি নীল আজালিয়া, রডোডেনড্রনের ঝোপ আর হাজারো হায়াসিন্থের স্নিগ্ধ সুবাস। প্রাচীন গাছের কোল ঘেষে ফুটে রয়েছে প্রাকৃতিক টিউলিপের মেলা।
গার্ডেনের মাঝে রয়েছে ১০০০m² নিয়ে গ্রীন হাউজ যার ভেতরে সাজানো হয়েছে অসাধারন সব অর্কিড, লিলি, thistle। বর্তমানের ফাশন অনুযায়ী প্রত্যেক সপ্তাহে ইনডোর সাজানো হয়। হল্যান্ডের বিখ্যাত আর্টিস্ট হ্যান্স ডাঙ্কো প্রায় ১০.০০০ ফুলের আয়োজন করেন প্রত্যেক সপ্তাহে ইনডোর সাজানোর জন্য। এখানে সজ্জার জন্য রডোডেনড্রন ও অ্যাজালিয়া সংগ্রহ করা হয় দক্ষিন পশ্চিম লন্ডনের Exbury গার্ডেন থেকে।বিংশ শতাব্দীর শুরুতে Lionel de Rothschild দারা তৈরী হয় ইংল্যান্ডের বিখ্যাত গার্ডেন ‘Exbury Gardens’, কোনো রকম সন্দেহ নেই সেটাই ছিলো সারা বিশ্বে রডোডেনড্রনের প্রথম এক্সিবিশন গার্ডেন।
Location, Château de Grand-Bigard