আনেমনে নিমোরোজা

Wind flower

Wind flower| ছবি নিজ | বোয়া দ্য ল্যা কমব্র (বেলজিয়াম)

বসন্তের শুরুতে ইউরোপের কিছু দেশে ফরেস্ট গুলোতে অল্প সময়ের জন্য বসে তারার মেলা। আমি অধির হয়ে একটা বছর অপেক্ষায় থাকি এই অপার রুপ এক নজর দেখার জন্য। প্রত্যেক বছর ছবি তুলে নিয়ে আসি তবু যেন মনে হয় প্রকৃত রুপ আমার ক্যামেরায় ধরা দেয়নি। বনে মেলা বসানো ফুলটির নাম আনেমনে নিমোরোজা। রেনানকিউলেসি পরিবারের আনেমনে গনের ফুল, এর আরো কিছু নাম রয়েছে যথাক্রমে উড আনেমনে, উইন্ড ফ্লাওয়ার। মৃদু বাতাসে এক সাথে সাদা চাদরের ন্যায় ভাসতে থাকে বলেই একে উইন্ড ফ্লাওয়ার বলা হয়। এছাড়াও একে থিম্বেলউইড ও স্মেল ফক্স ও বলা হয়।

Wind flower

Wind flower| ছবি নিজ | বোয়া দ্য ল্যা কমব্র (বেলজিয়াম)

উড আনেমনে মাটির নিচে শেকড় বা rhizomes এর ম্যাধ্যমে খুব দ্রুত বংশ বিস্তার করে অল্প সময়ে কার্পেটের মত বিছিয়ে যায়। বিভিন্ন পোকা মাকড় বিশেষ করে hoverfly এর ম্যাধ্যমে এর পলিনেশন ঘটে। শীতের ঘুম শেষে পর্নমোচি বনের ঝরা পাতা ভেদ করে বসন্তের প্রারম্ভে মাথায় ফুল সাজিয়ে বন আলো করে এরা। এই গাছের বড় বৈশিষ্ট এরা খুব দ্রুত সারা বনে ছড়িয়ে পরে। অল্প কিছু কন্দ লাগিয়ে রাখলে পরের বছর বেশি সংখায় গাছ দেখা যায়। ১০ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা হয় গাছ। ফুল গোলাপি, সাদা, হলুদ ও নীল রঙ এর হয়ে থাকে। দুই সেন্টিমিটার ডায়ামিটার ছয় থেকে কখনো আট পাপড়ির ফুল ফুটে।
মানুষ ও অন্যান্ন প্রাণির জন্য উড আনেমনে খুব বিষাক্ত। গাছের প্রত্যেক অংশ টক্সিক। তথাপি মেডিসিনাল প্লান্ট হিসেবে আনেমনে ব্যবহার হয়। এই গাছে protoanemonin রয়েছে যা স্কিন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইরিটেশন, মুখে তিক্ত স্বাদ বা মুখ ও গলা জ্বলা, মুখে আলসার, বমি বমি ভাব , বমি , ডায়রিয়া , এবং রক্তবমন ইত্যাদির চিকিৎসায় সাহায্যকারী।

Wind flower

Wind flower| ছবি নিজ | বোয়া দ্য ল্যা কমব্র (বেলজিয়াম)

বনে ফুটে থাকা এই ফুল এখন অনেকেই বাসা ও বাগান সাজাতে অলংকারী গাছ হিসেবে লাগিয়ে থাকেন। কিন্তু আমারতো সাগর রয়েছে তাই ছোট পুকুর কাটার সাধ হয়নি, মন চাইলেই ছুটে যাই বসন্তে আনেমনের বনে।
** “Hoverflies” sometimes called flower flies, or syrphid flies.
** “Protoanemonin” (sometimes called anemonol or ranunculol is a toxin found in all plants of the buttercup family (Ranunculaceae).