Night-blooming jessamine
হাসনাহেনা, হাস্নাহেনা

Night-blooming jessamine
হাসনাহেনা
Cestrum nocturnum
Order
Family
Genus
Species



আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ হলেও এটি দক্ষিণ এশিয়ায় বেশ মানিয়ে নিয়েছে।
রাতের তীব্র সুগন্ধিযুক্ত ফুল হিসেবে এ গুল্ম টব, বাগান, মসজিদের অঙ্গন ও সড়কদ্বীপে লাগানো হয়। এটি হতে সুগন্ধি তৈরি করা হয়। পাতার রস নারকেলের দুধের সাথে মিশিয়ে সেবন করলে স্তন্যদায়ী মায়েদের উপকার হয়। এতে প্রস্রাবের জ্বালা উপশম হয়। এর পাতার রস দুধে মিশিয়ে গরম করে খেলে রক্ত আমাশয়ে উপকার হয়। মূলের রস জ্বর নিরাময় করে।
