Night-blooming jessamine

Night-blooming jessamine

হাসনাহেনা

Cestrum nocturnum


English Name
  • Lady of the night
  • Night-blooming jessamine
  • Night-scented jessamine
  • Night-scented cestrum/poisonberry
বাংলা নাম
  • হাস্নাহেনা
  • হাস্নহানা
  • হাসনাহেনা

Order

Solanales

Family

Solanaceae

Genus

Cestrum

Species

C. nocturnum


Photo Gallery


Description

প্রাপ্তিস্থান

আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ হলেও এটি দক্ষিণ এশিয়ায় বেশ মানিয়ে নিয়েছে।

উপকারিতা/ব্যবহার-

রাতের তীব্র সুগন্ধিযুক্ত ফুল হিসেবে এ গুল্ম টব, বাগান, মসজিদের অঙ্গন ও সড়কদ্বীপে লাগানো হয়। এটি হতে সুগন্ধি তৈরি করা হয়। পাতার রস নারকেলের দুধের সাথে মিশিয়ে সেবন করলে স্তন্যদায়ী মায়েদের উপকার হয়। এতে প্রস্রাবের জ্বালা উপশম হয়। এর পাতার রস দুধে মিশিয়ে গরম করে খেলে রক্ত আমাশয়ে উপকার হয়। মূলের রস জ্বর নিরাময় করে।

লেখা-

Contributors of this Post



You may also like


Night-blooming jessamine

Night-blooming jessamine

হাসনাহেনা, হাস্নাহেনা

Sawah lettuce

হলদেপানা

GAAB / Malabar ebony

দেশী গাব