টংঙ্গী অভিযানে ৭৫টি দেশীয় পাখি জব্দ

টংঙ্গী শহরে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট অভিযান চালিয়ে জব্দ করেছে ৭৫টি দেশীয় পাখি ।

রবিবার সকালে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট টংঙ্গী  শহরে এই অভিযান পরিচালনা করে। বন বিভাগের বন্যপ্রাণী ও প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক জাহেদুল কবির এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের এর পরিচালক মিহির দে সার্বিক তত্তাবধানে এই অভিযান পরিচালনা করা হয় । এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক  অসিম মল্লিক।

 

জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে ,  ১৯টি শালিক, ২৮টি টিয়া, ৬টি তোতা, ২টি বক, ১টি চিল, ১টি পেঁচা এবং ১৮টি মুনিয়া ।

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানায় , দেশীয় পাখি শিকার ও বিক্রি বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি  এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।