নরসিংদীর পলাশ উপজেলা থেকে ৫টি গন্ধগকুল উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালি গ্রাম থেকে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৫টি গন্ধগকুল । 

শনিবার বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট নরসিংদীর পলাশ উপজেলর ইছাখালি গ্রামে এই অভিযান পরিচালনা করে। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের এর পরিচালক মিহির কুমার দোর সার্বিক তত্তাবধানে এবং পলাশ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় । এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক  অসিম মল্লিক।

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক  অসিম মল্লিক জানান, উদ্ধার হওয়া ৫টি গন্ধগকুলের মধ্যে একটি মা গন্ধগকুল এবং বাকি ৪টির বয়স আনুমানিক ৬-৭ দিন এবং উদ্ধার হওয়া ৪টি বাচ্চাই অসুস্থ ।

 

তিনি আরও জানান,  গন্ধগকুল গুলো সুস্থ হলে তাদেরকে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে ।