রাজধানীতে যৌথ অভিযানে ১১ টি হরিণের ট্রফি উদ্ধার

 

 

 

 

 

 

 

রাজধানীর দোয়েলচত্বর থেকে আজ সন্ধ্যায় উদ্ধার করা হয় ১১ টি হরিণের ট্রফি।

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট এবং র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন -৩ এর যৌথ অভিযান চালানো হয় রাজধানীর দোয়েলচত্বর এলাকার বাংলাদেশ  হ্যান্ডিক্রাফটস দোকানে । এসময় হ্যান্ডিক্রাফটসের দোকানে তল্লাশী করে  ১১ টি হরিণের ট্রফি উদ্ধার করা হয় । উদ্ধারকৃত  ট্রফিগুলো হরিণের শিং (৮ টি) এবং হরিণের শিংসহ খুলি (৩ টি ) দিয়ে তৈরি করা হয়েছিলো ।

 

 

 

 

 

 

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গাউছুল আজম বাংলাদেশ হ্যান্ডিক্রাফটস দোকানের মালিক জামালকে  ৫০,০০০ টাকা , ইলিয়াছ  হ্যান্ডিক্রাফটস দোকানের মালিক ইলিয়াছকে ৫০,০০০ টাকা  এবং  ট্রফি সরবরাহকারী  একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

বন বিভাগের  বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিচালক মিহির কুমার দোর সার্বিক তত্তাবধানে এই অভিযান পরিচালনা করা হয় । এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক  অসিম মল্লিক এবং বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ।