ডিএসসিসির পরিচ্ছন্নতা বছর-দক্ষিণ ঢাকায় সবার হাতের নাগালেই ডাস্টবিন


26 April, 2016.

নিজস্ব প্রতিবেদক:

বসানোর কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করে ডিএসসিসির আওতাধীন এলাকায় নিজস্ব অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে এ ধরনের পাঁচ হাজার ৭০০ ডাস্টবিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত এক হাজার ৫১৭টি ডাস্টবিন বসানো হয়েছে। ডিএসসিসি সূত্র জানায় এরই মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ১০০টি, ২ নম্বর ওয়ার্ডে ১০০টি, ৩ নম্বর ওয়ার্ডে ১০০টি, ৫ নম্বর ওয়ার্ডে ৮৯টি, ৮ নম্বর ওয়ার্ডে ৩৫টি, ৯ নম্বর ওয়ার্ডে ৭০টি, ১০ নম্বর ওয়ার্ডে ১০০টি, ১১ নম্বর ওয়ার্ডে ৩২টি, ১৩ নম্বর ওয়ার্ডে ১০০টি, ১৪ নম্বর ওয়ার্ডে ২০টি, ১৬ নম্বর ওয়ার্ডে ৫০টি, ১৮ নম্বর ওয়ার্ডে ৩৭টি, ১৯ নম্বর ওয়ার্ডে ১০০টি, ২০ নম্বর ওয়ার্ডে ১৮১টি, ২১ নম্বর ওয়ার্ডে ১৪০টি, ২৬ নম্বর ওয়ার্ডে ৩৪টি ও ৩৫ নম্বর ওয়ার্ডে ১৪টি ডাস্টবিন বসানো হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পুরো পাঁচ হাজার ৭০০টি ডাস্টবিন বসানোর কাজ শেষ হবে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) খান মোহাম্মদ বিলাল কালের কণ্ঠকে বলেন, ‘আমরা একটি পরিছন্ন নগরী গড়তে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পাঁচ হাজার ৭০০ ডাস্টবিন বসানো হচ্ছে। পর্যায়ক্রমে আরো ডাস্টবিন বসানো হবে। এখন হাসপাতাল, বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাত বাড়ালেই ময়লা ফেলার ডাস্টবিন পাওয়া যাবে।’

Source: www.kalerkantho.com/print-edition/news/2016/04/26/351594

Photo Source: www.kalerkantho.com/print-edition/news/2016/04/26/351594