ঘূর্ণিঝড়ে সৃষ্ট জোয়ারে ভোলার লোকালয়ে হরিণ


24 May 2016. ভোলা প্রতিনিধি:

ভোলায় জোয়ারের পানিতে ভেসে তিনটি হরিণ লোকালয়ে চলে এসেছে। ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে শনিবার বিকেলে নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় ৪-৫ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এ সময় পানির তীব্র স্রোতে চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরির ৩নং ওয়ার্ডের নবীনগর এলাকার মনুরা বাজারে হরিণ তিনটি চলে আসে। স্থানীয়রা হরিণগুলোকে উদ্ধার করে বন বিভাগে খবর দেয়। পরে রবিবার সকালে চর কুকরির গহীন অরন্যে হরিণ তিনটি অবমুক্ত করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন মঞ্জু ও বনরক্ষী আবুল হোসেন জানান, ঘূর্ণিঝড় চলাকালে নদীর জোয়ারের পনিতে চর কুকুরি মুকরি এলাকার অধিকাংশ বন কয়েক ফুট পানিতে প্লাবিত হয়। জোয়ারের পানিতে তিনটি হরিণ নবীনগর এলাকায় চলে আসে। ভোলা বন বিভাগের বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, লোকালয়ে হরিণ আসার খবর পেয়ে বন বিভাগের লোকজন হরিণগুলোকে উদ্ধার করে রবিবার কুকরির গহীন অরণ্যে অবমুক্ত করে।

Source: www.ittefaq.com.bd/print-edition/country/2016/05/24/121363

Photo Source: www.ittefaq.com.bd/print-edition/country/2016/05/24/121363