প্রজাপতির রঙ ছড়িয়ে শেষ হল প্রজাপতি মেলা ২০১৭

রাতের আঁধারে যেমন জোনাকির রাজত্ব,দিনের আলোতে তেমন প্রজাপতির রাজত্ব। প্রকৃতির মাঝে নানা প্রজাতির ফুলে প্রজাপতি যখন মনমাতানো রঙের মেলা বসায় তখন সত্যিই প্রকৃতির মাঝে যেন এক নতুন গতির সঞ্চার ঘটে ।
উড়লে আকাশে প্রজাপতি,প্রকৃতি পায় নতুন গতি -এ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে ৮ম বারের মত জহির রায়হান মিলনায়তনে শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক । জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার,আই ইউ সি এন-এর কান্ট্রি প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ এবং বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. জাহিদুল কবির।

প্রজাপতির চোখ এবং কালার ভিশনের গবেষণায় সার্বিক অবদানের জন্য জাপানের গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর অ্যাডভান্স স্টাডিজের অধ্যাপক ড. কেনটারো আরিকাওয়াকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান করা হয়। ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট ২০১৭ অ্যাওয়ার্ড লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফলাতুন কায়সার জিলানী ।

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি এবং মেলার উদ্যোক্তা অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন , ২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে প্রজাপতি মেলার আয়োজন করে আসছি আমরা।

দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কুইজ,বক্তৃতা,প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা,প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।