প্রকৃতিবিদ মিজানুর রহমান ভূঁইয়া-এর সাক্ষাৎকার

(এ সাক্ষাৎকারটি ২০০৭ সালে ক্লাবের আজীবন সদস্য এবং সোসাইটির পরিচালক প্রয়াত শেখর রায় (88NL01; 0104FD04)-এর নেয়া; সে আমাদের সোসাইটির ত্রৈমাসিক পত্রিকা ‘নেচার ষ্টাডি’-এর জন্য এটি এবং আরও বেশ কিছু বিশিষ্টজনের সাক্ষাৎকার গ্রহণ করেন; যেমন – প্রফেসর কাজি জাকের হুসেন, প্রফেসর দ্বিজেন সর্মা, প্রফেসর আয়েশা খাতুন জনাব শাহজাহান মিয়া, ফাদার যে. এস. পিসোতে, সিএসসি, প্রমুখ; যার অনেকগুলোই তখনকার “নেচার স্টাডি” প্রত্রিকায় প্রকাশিত হয়। তবে, বর্তমান সাক্ষাৎকারটি জনাব ভূঁইয়ার অমতের কারণে তখন প্রকাশ করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক যে বিগত ২০১৩ সনের ১৩ই ফেব্রুয়ারী শেখর রায় প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃীতির স্মরণে এটি এখন প্রকাশিত হলো)

This interview was taken by Late Shekhar Nath Roy, Founder Director and Team Leader of Field Works, NSSB. Earlier he also took interviews for our Magazine Nature Study,  of many emiment national figures like – Prof. Kazi Zaker Husain, Prof. Dwejen Sharma, Prof. Anwara Khatoon etc.  Unfortunately, Shekhar Roy expired on February 13, 2013 (Age only 43) due to Brain Cancer. We mourn for his unparallel dedication for Nature and NSSB and pray for his departed soul to rest at peace.