টংঙ্গীবাজার থেকে বিপুল সংখ্যক দেশীয় পাখি ও বন্যপ্রাণী উদ্ধার , ব্যবসায়িকে জরিমানা
টংঙ্গীবাজার থেকে বিপুল সংখ্যক দেশীয় পাখি ও বন্যপ্রাণী উদ্ধার এবং এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম। মঙ্গলবার দুপুরে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয় টংঙ্গীবাজারে ।
বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন , বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের এর পরিচালক মিহির কুমার দোর সার্বিক তত্তাবধানে দুপুরে টংঙ্গীবাজারে অভিযান চালিয়ে একটি বানর , উনিশটি বালিহাস , পাঁচটি পেঁচা , পনেরটি শালিক , পাঁচটি ঘুঘু , একটি কালিম , দুইটি কাঠবিড়ালী এবং সাতটি টিয়াসহ মোট ৫৫টি বন্যপ্রাণী উদ্ধার করা হয় । এসময় আল-হাদি নামে একজন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করে ।