পানি আমদানি করবে ভারত!
24 April, 2016
নিজস্ব প্রতিবেদক, কলকাতা তিন দশক পর ভারতকে বিদেশ থেকে পেট্রল-ডিজেল জ্বালানির মতো পানীয় জলও আমদানি করতে হবে। ভারতের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের (সিজিডাব্লিউবি) সাম্প্রতিক এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে। ভূবিজ্ঞানীদের আশঙ্কা, যেভাবে ভারতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে তাতে ২০৫০ সালে গোটা ভারতের অবস্থা হবে মহারাষ্ট্রের মারাঠওয়াড়া জেলার মতো। ওই জেলায় ভূগর্ভস্থ জলের স্তর এতটাই নিচে যে সেখানকার প্রায় সব মানুষকে পানীয় জল কিনতে হয়। এ বছরের গত তিন মাসের উষ্ণতা ২০১৫ সালের বিশ্ব উষ্ণতাকে ছাপিয়ে গেছে। শুধু এপ্রিলেই গরমের কারণে বিভিন্ন রাজ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫০ জনের। উষ্ণতার এমন ঊর্ধ্বমুখী প্রবণতা সামনে রেখে সম্প্রতি সিজিডাব্লিউবি ভূগর্ভস্থ পানির স্তর নিয়ে ওই সমীক্ষা চালায়। ভূবিজ্ঞানী ড. এম রাজিবন জানান, গত বছরের উষ্ণতার রেকর্ড গত তিন মাসে ছাড়িয়ে গেছে ভারত। সিজিডাব্লিউবি তাদের সমীক্ষায় বলেছে, ২০৫০ সালে প্রত্যেক ভারতবাসী খাওয়া ও গৃহস্থালি কাজের জন্য দিনে তিন হাজার ১২০ লিটার পানি পাবে। কিন্তু ২০০১ সালেও এটি ছিল পাঁচ হাজার ১২০ লিটার।
Source: www.kalerkantho.com/print-edition/deshe-deshe/2016/04/24/350891
Photo Source: uncovercalifornia.com