প্রাণী পাচার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা
23 April, 2016
কালের কণ্ঠ ডেস্ক:
বাঘ ও হাতির মতো বন্য প্রাণীর সংখ্যা দিন দিন কমছে। আর এই কমার পেছনে যারা দায়ী, তাদের মধ্যে পাচারকারীরা অন্যতম। তাদের হাত থেকে বন্য প্রাণী রক্ষার চেষ্টা কম হয়নি; তবু তাদের ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় পাচার ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছেন একদল বিজ্ঞানী।
কম্পিউটার গেইমের তত্ত্ব ব্যবহার করে বানানো হয়েছে এ কৃত্রিম বুদ্ধিমত্তা। কাজটি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। তাতে সহায়তা করেছে দেশটির ‘ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন’ (এনএসএফ) ও ‘ইউএস আর্মি রিসার্চ অফিস’। গবেষকরা জানান, এ কৃত্রিম বুদ্ধিমত্তা বানানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে জড়িতদের নিয়ে গবেষণা করা হয়েছে। তাতে দেখা হয়েছে, পাচারকারীরা কোন কোন বুদ্ধির মারপ্যাঁচে কর্তৃপক্ষের চোখে ধুলা দিয়ে বন্য প্রাণী পাচার করে। আবার বন্য প্রাণী রক্ষায় নিয়োজিতদের সিদ্ধান্তে কী কী দুর্বলতা আছে, তাও খতিয়ে দেখেছেন বিজ্ঞানীরা। এসব যাচাই-বাছাই করে বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
গবেষক ফেই ফাং বলেন, ‘বনরক্ষীরা সাধারণত ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মনমানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেন। পাচার ঠেকানো নিয়ে তাঁদের বোঝাপড়ায় ঘাটতি আছে। আমরা এসব বিষয় শনাক্ত করে তা কৃত্রিম বুদ্ধিমত্তায় অন্তর্ভুক্ত করেছি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2016/04/23/350523
Photo Source: www.sciencefriday.com