সুন্দরবনে ৬ হরিণ শিকারী আটক ৮০টি ফাঁদ জব্দ


25 April,2016

বাগেরহাট প্রতিনিধি: পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কুকিলমুনি এলাকা থেকে গত শনিবার ৬ হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের নিকট থেকে হরিণ শিকারের ৮০টি ফাঁদ, ৪টি চাপাতি, ২টি ছুরি, ২টি করাত ও এক কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কুকিলমুনি টহল ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেনসহ বনকর্মীরা নিয়মিত টহল দানকালে তাদের আটক করে। আটককৃতরা হলো, জাফর সরদার (৩৫), আশিক মোল্লা (৩২), রিপন শেখ (২৯), শুকুর আলী শেখ (৩৮), শামিম শেখ (৪০) ও হাফিজুল মোল্লা (৪১)। এদের সকলের বাড়ি খুলনার কয়রা উপজেলার পানখালী এলাকায়। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, আটককৃতদের রবিবার সকালে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডলের কার্যালয়ে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছরের জেল ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন ।

Source: www.ittefaq.com.bd/print-edition/country/2016/04/25/116000

Photo Source: www.daily-sun.com