সৌর বিদ্যুত্ বদলে দিয়েছে চরাঞ্চলের মানুষের জীবন


01 May, 2016.

সামছুজ্জামান ডলার, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা:

মতলব উত্তর উপজেলার চরাঞ্চলের ৩০ হাজার মানুষের কাছে বিদ্যুতের আলো পৌঁছানো অসম্ভব ভাবনা। সূর্য পশ্চিম আকাশ থেকে অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নেমে আসে আঁধার। চরাঞ্চলবাসী সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত যুগ যুগ। কিন্তু সৌর বিদ্যুত্ বদলে দিয়েছে মতলব উত্তর উপজেলার বিশাল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জীবন। সারা দেশের মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ হলেও এই চরাঞ্চলের লোকজন তখনো নির্বিঘ্নে জ্বালিয়ে যাচ্ছে সৌর বিদ্যুত্। এই সৌর বিদ্যুতের মাধ্যমে চরাঞ্চলের মানুষ রাতের আঁধারকে জয় করে এখন ঘরে ঘরে ফকফকা আলো জ্বালাচ্ছেন। ঘরকে আলোয় আলোকিত করার পাশাপাশি নিজেদের সন্তানদের লেখাপড়া করিয়ে শিক্ষার আলোয় আলোকিত করার ব্যাপারে খুবই উত্সাহী। সৌর বিদ্যুতের মাধ্যমে চরাঞ্চলবাসী এখন চালাচ্ছেন টেলিভিশন, সিডি, ফ্যানসহ অনেক কিছুই এবং চার্জ করছেন মোবাইল, রিচার্জেবল ফ্যানসহ এ জাতীয় অনেক কিছু। বর্তমানে তাদের জীবনে ছোঁয়া লেগেছে আধুনিকতার। মতলব উত্তর উপজেলায় গ্রামীণ শক্তি, রহিমা আফরোজ, রেডি, আইডিএফ, ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশনসহ ২০টির মতো সৌর বিদ্যুত্ কোম্পানি চরাঞ্চলে কাজ করছে। মেঘনার পশ্চিম পাড়ের বোরচর, চরকাশিম, ৬ষ্ঠ খণ্ড বোরচর, অঞ্চলের এখলাছপুর ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ জানান, সৌর বিদ্যুতের আলো জ্বলার কারণে চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন বদলাচ্ছে। তাদের জীবনে এসেছে আধুনিকতার ছোঁয়া।

Source: www.ittefaq.com.bd/print-edition/country/2016/05/01/117153

Photo Source: www.ittefaq.com.bd/print-edition/country/2016/05/01/117153