নতুন প্রজাতির পাখি
ভারতে নতুন প্রজাতির একটি পাখির সন্ধান পেয়েছেন এক পাখি গবেষক। বিভিন্ন রঙে রঙিন এই পাখিটির নাম দেয়া হয়েছে ‘বুগুনোরাম’। নতুন প্রজাতির এই পাখিটি আবিস্কার করেন ভারতীয় পাখিবিজ্ঞানী রমন আথ্রেয়া। মে মাসে তিনি প্রথম এই পাখিটির উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হন। সঠিক প্রমাণ সংগ্রহ করেই ১২ সেপ্টেম্বর তিনি তার আবিস্কারের কথা জানান। পাখিটি দেখা গেছে চীনা সীমান্তবর্তী এলাকায় ভারতের অরুণাচল প্রদেশের প্রত্যন্ত বনাঞ্চলে। সেখানকার বুগুন উপজাতির নামানুসারে নামকরন করা রঙিন এই পাখিটির মাথায় কালো টুপি আছে, চোখের চারপাশে আছে হালকা হলুদের ছোঁয়া, পাখায়ও আছে কালো সাদা আর হলুদ ছোপ।
১৫ অক্টোবর, ২০০৬ (দৈনিক প্রথম আলো)