নব আবিষ্কৃত প্রবাল প্রাচীর
24 April, 2016
প্রবাল প্রাচীর বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় গ্রেট ব্যারিয়ার রিফের কথা। এখন পৃথিবীর অপর প্রান্তেও খুঁজে পাওয়া গেছে বিশাল এক প্রবাল প্রাচীর। আমাজনের নদীর প্রান্তে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে কাদার নিচে ৩ হাজার ৬শ’ বর্গ মাইল বিশিষ্ট প্রবাল প্রাচীরটির সন্ধান পেয়ে বিজ্ঞানীর বিস্মিত হয়েছেন। নতুন প্রবাল প্রাচীরটি দৈর্ঘে ৬শ’ মাইল। এর বিস্তার ফ্রেঞ্চ গায়ানা থেকে ব্রাজিলের মরিনহো প্রদেশ পর্যন্ত। পানির নিচে ৩০ মাইল থেকে ১২০ মাইল পর্যন্ত এটি বিস্তৃত। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইউনিভার্সিটির মহাসাগরবিদ্যা ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রফেসর প্যাট্রিসিয়া ইগারসহ ৩০ জন প্রফেসর গবেষক দলে ছিলেন। প্যাট্রিসিয়া বলছেন, ‘এই আবিষ্কারে আমি অভিভূত। সাধারণভাবে আমরা মনে করি উষ্ণ অঞ্চলে অগভীর পানিতে প্রবাল কলোনি তৈরি করে থাকে। নতুন আবিষ্কার প্রবালের বাস্তুসংস্থান সম্পর্কে নতুন করে আমাদের ধারণা দেবে।’ নতুন প্রবাল প্রাচীরের সন্ধান মিললেও এ নিয়ে পরিবেশ বিজ্ঞানীদের খুশি হওয়ার তেমন সুযোগ নেই। কারণ আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলে এখন বড় তেল কোম্পানিগুলো তেল অনুসন্ধান ও উত্তোলনের কাজে ব্যস্ত রয়েছে।
-গার্ডিয়ান।
Source: www.dailyjanakantha.com/details/article/187117
Photo Source: www.sciencealert.com