প্রকৃতির অলংকার ত্রিধারা

Tridax

ত্রিধারা / Tridax

বাংলায় “ত্রিধারা” নামকরন করার কারন হলো এই উদ্ভিদের পাপড়ীতে তিনটি লোব বিশিস্ট খাঁজ কাটা আর এর উপর ভিত্তি করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানি প্রফেসর ড: কাজী আব্দুল ফাত্তাহ ১৯৭০ সালে এর বাংলা নামকরন করেন “ত্রিধারা” সেই থেকে বাংলা ভাষায় এটি পরিচিতি লাভ করে ত্রিধারা হিসেবে।

রাস্তার পাশে অযত্নে অবহেলায় কত রকমের বিচিত্র উদ্ভিদ লতা গুল্ম আছে আমরা কেউ এদের খোঁজ রাখি না অথচ এদের উপর দিয়ে হেটে যাই প্রতিদিন, এইসব উদ্ভিদ আমাদের পায়ের তলে পড়েও কখনোই অবহেলা করে আমাদের জন্য প্রানবায়ু সরবরাহ বন্ধ করে রাখেনি। আমাদের প্রকৃতির অলংকার হিসেবে এমনই এক উদ্ভিদ ত্রিধারা ডেইজী ফুলের মত মধ্যস্থলে হলুদ বর্ণ যুক্ত ফুল ফুটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যার প্রতিটি পাপড়িতে বিদ্যমান তিনটি করে খাজঁ যেন এক শৈল্পিক ছোঁয়া। পথের পাশে, সড়ক দ্বীপে, ঘরের পাশে,পতিত ভুমিতে,পুরানো দেয়াল গাত্রে এদের বসবাস। যদিও কেউ এদের রোপন করেনা কিন্তু প্রায় সারা বছর ক্লান্তিহীন আমাদের জন্য পুস্পায়ন ঘটাচ্ছে ফল উৎপাদন করছে আবার নতুন বংশধরের জন্ম দিচ্ছে। আপনি আমি খেয়াল করি বা নাই করি এই সব অবহেলিত উদ্ভিদকে প্রজাপতি ও মৌমাছিরা পুস্পায়নের সময় ঘিরে রাখে এ ফুল থেকে ওই ফুলে প্রজাপতির নাচন সত্যিই অপূর্ব। আর ফুলগুলো যখন স্নিগ্ধ সবুজ কারুকাজ খচিত পাতার বেস্টনীতে মৃদু হাওয়ায় দোল খায় তখন এক নয়নাভিরাম দৃশ্যের অবতারনা ঘটে যা মনযোগ দিয়ে অবলোকন করলেই ধরা দেয়।
এই প্রজাতির টেক্সোনমিক অবস্থা সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় এবং সার্বজনীনভাবে সারা বিশ্বব্যাপি স্বীকৃত। procumbens বলতে prostrate (শায়িত) বোঝায় ও ডালপালার অভ্যাস লতানো (trailing) এবং Tridax বলতে এই ফুলের পাপড়ীতে তিনটি খাঁজ বা লোব কে বোঝায় (Holm et al)। বাংলায় বলতে গেলে “শায়িত লতানো তিন লোব বিশিস্ট বা খাঁজ কাটা ফুল”। বাংলায় “ত্রিধারা” নামকরন করার কারন হলো এই উদ্ভিদের পাপড়ীতে তিনটি লোব বিশিস্ট খাঁজ কাটা আর এর উপর ভিত্তি করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানি প্রফেসর ড: কাজী আব্দুল ফাত্তাহ ১৯৭০ সালে এর বাংলা নামকরন করেন “ত্রিধারা” সেই থেকে বাংলা ভাষায় এটি পরিচিতি লাভ করে ত্রিধারা হিসেবে।ইংরেজিতে একে কোট বাটন নামকরন করা হয়েছে কারন এর প্রস্ফুটিত ফুল দেখতে কোটের বোতামের মত। আমার মতে এর ইংরেজি নামের চেয়ে বাংলা নামটি অধিকতর শ্রুতিমধুর ও বিজ্ঞান সম্মত হয়েছে।
এটি মজবুত প্রধান মূল বিশিস্ট পেরিনিয়াল তৃণ যার শাখা প্রশাখা লতানো বেস থেকে অধিরোহী।
কান্ড নলাকার , প্রায়ই বেগুনী হয় ও সুস্পষ্ট দীর্ঘ এবং সদ্য যৌবনপ্রাপ্ত কান্ডগুলি সাদা হয়। এই লতানে কান্ড প্রায় ৭৫ সেমি পর্যন্ত লম্বা হয়। সরল পত্র বিশিস্ট যার পাতা ০.৫-৫ সেমি লম্বা হয় ও ডিম্বাকার- উপবৃত্তাকার স্থূলভাবে করাতের মতো খাঁজ কাঁটা বা দন্তবত বা lobed. ফুল প্রায় ২ সেমি লম্বা হয় ও ১০-৩০ সেমি লম্বা বৃন্ত থাকে পাপড়ী সাদা মাঝখানে হলুদ। ফল খুব ছোট প্রতিটি দীর্ঘ পালকবৎ pappus লোমগুলোর একটি মাথা থাকে। মুলত এটি ক্রান্তীয় আমেরিকার উদ্ভিদ কিন্তু বর্তমানে এটি সারা পৃথিবীর ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকার বাসিন্দা। এর ঔষধি গুনাগুন থাকা সত্বেও আমেরিকার ৯ টি স্টেটে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
এই উদ্ভিদের এরিয়েল অংশ থেকে নতুন ফ্লাভোনয়েড (flavonoid) procumbenetin আলাদা করা হয়েছে যা হলো dimethoxy-5, 4-pentahydroxyflavone,gluco-pyranoside এজন্য ত্রিধারা কে Flavonoids Plant বলা হয়। ট্রেডিশনাল মেডিসিন হিসেবে এন্টিকুয়াগুলেন্ট
(anticoagulant), চুলের ভিটামিন(hair tonic),ছত্রাক নাশক(antifungal),ডায়রিয়া(diarrhoea),ডিসেন্ট্রি(dysentery)ও ক্ষত সারাতে(wound healing)ব্যবহার করা হয়।
সম্প্রতি একটি গবেষনায় এটা প্রমানিত যে Tridax procumbens ও Allium sativum এর নির্যাস একত্রে cutaneous leishmaniasis ও Leishmania mexicana infection এর টিটমেন্টে চমৎকার ফলাফল পাওয়া যায় (Gamboa-Leon2014)। এছাড়াও Tridax procumbens নির্যাস ও পেট্রোলিয়াম ইথার একত্রে ব্যবহার করলে পুরুষের চুলের বৃদ্ধি তরান্মিত করে। এই দুইএর মিশ্রন alopecia areata তে ব্যবহারে চমকপ্রদ ফলাফল পাওয়া যায়।(Phatak et al 1991)
শুধু বিখ্যাত কবির- কবিতার এই পঙক্তি গুলো মনে পড়ছে। “যেখানে দেখিবে ছাই- উড়াইয়া দেখ তাই- পাইলেও পাইতে পার অমূল্য রতন”………।
সতর্কীকরণঃ যে কোনো ভেষজ ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।
টীকাঃ
Pappus: পেপ্পাস হলো রূপান্তরিত বৃতি। পুস্পিকার স্বাতন্ত্র একটি অংশ।
et al: যদি et al এর আগে কোন নাম থাকে যেমন উদাহরন সরুপ Azhar et al তাহলে আমরা বুঝবো আজহার ও তার দল।
Flavonoid: ফ্ল্যাভোনয়েড হলো উদ্ভিদের খুবই গুরুত্ববাহী রঞ্জক (Pigment) যাহা ফুলের রঙ তৈরী করে, পরাগায়ন কারী প্রানী দের আকৃস্ট করার জন্য ফ্লাভোনয়েড হলুদ,লাল ও নীল রঙের পাপড়ীর ডিজাইন তৈরী করে।
Anticoagulant: এন্টি কুয়াগুলেন্ট এক প্রকার ঔষধ যা রক্ত জমাট(clotting) বাধতে বাধা প্রদান করে।
Cutaneous leishmaniasis: এক কোষি প্যারাসাইট দিয়ে সৃস্ট স্কিন প্রদাহ যার বাহক হলো phlebotomine sandfly নামক এক প্রকার মাছি।
Leishmania mexicana: এটি একটি বাধ্যতামূলক অন্তঃকোষীয় প্রোটোজোয়ান প্যারাসাইটের প্রজাতি যার দ্বারা সৃস্ট ইনফেকশন কে leishmaniasis বলা হয়।
Alopecia areata: এলোপেশিয়া এরিয়েটা হলো মাথা বা শরীরের অন্য যেকোন স্থানের চুল বৃত্তাকার অংশ ধরে উঠে যাওয়া।