জেলেদের জালে ধরা পড়লো বিশাল আকৃতির মিঠা পানির ডলফিন
আজ সকালে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে একটি বিশাল আকৃতির মিঠা পানির ডলফিন ।
মাওয়ার প্রায় এক কিলোমিটারের মধ্যে জেলেদের জালে ধরা পরে প্রায় একশ’ কেজি ওজনের এই ডলফিনটি । উদ্ধার হওয়া ডলফিনটি লম্বায় ছিল প্রায় ৭ ফিট । । পরে বাংলাদেশের বন্যপ্রাণীর আবসস্থল উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়ক, ডঃ তপন কুমার দের সহায়তায় ডলফিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দোগাছি সার্ভিস এরিয়ায় স্থাপিত পদ্মাসেতু প্রাণী জাদুঘরটি হস্তান্তর করা হয় বিলুপ্তপ্রায় এই ডলফিনটি।