‘টেস্টটিউব’ পেঙ্গুইন
হামবোল্ডট পেঙ্গুইনের এক জোড়া ছানা জন্মেছে জাপানে। তবে স্বাভাবিক উপায়ে নয়, কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায়। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই জাতের পেঙ্গুইনের কৃত্রিম প্রজননে সাফল্য এটিই প্রথম। পেঙ্গুইনের ছানা দুটি গত মাসের শুরুর দিকে জন্ম নিলেও তাদের ছবি গতকাল বুধবার প্রথম প্রকাশ করেছে শিমোনোসেকি মেরিন সায়েন্স মিউজিয়াম কর্তৃপক্ষ। সেখানকার গবেষণাগারে প্রথমে একটি পুরুষ পেঙ্গুইনের শুক্রাণু হিমায়িত করে রাখা হয়। পরে তা তরল করে একটি নারী পেঙ্গুইনে গর্ভসঞ্চার ঘটান গবেষকেরা। কৃত্রিম প্রজননের এ প্রক্রিয়া ‘টেস্টটিউব পদ্ধতি’ নামে পরিচিত। হামবোল্ডট পেঙ্গুইনের ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োগের রাতারাতি সাফল্য মেলেনি। প্রাণীটির শুক্রাণু সংগ্রহ করে হিমায়িতকরণ এবং ঠিক সময়ে স্ত্রী পেঙ্গুইনের গর্ভাশয়ে স্থাপনের মাধ্যমে কৃত্রিম প্রজননের সঠিক পদ্ধতিটি নিরূপণের জন্য গবেষকেরা চার বছর পরীক্ষা-নিরীক্ষা করেছেন। জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়ামাগুচি এলাকার ওই পেঙ্গুইন সংরক্ষণাগারের কর্মকর্তা তেপেই কুশিমোতো বলেন, ছানা দুটি নিরাপদে জন্ম নিয়েছে। কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার এ সাফল্যে তাঁরা আপ্লুত। বারবার চেষ্টায় এ সাফল্যের দেখা মিলেছে। বিলুপ্তপ্রায় হামবোল্ডট পেঙ্গুইন পাখি উড়তে পারে না। এদের সংরক্ষণে বিশেষ উদ্যোগ জরুরি। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার কাজে যুক্ত সংস্থা আইইউসিএন ইতিমধ্যে প্রাণীটিকে ‘অরক্ষিত’ ঘোষণা করেছে। উত্তর আমেরিকার পেরু ও চিলির উপকূলীয় অঞ্চলে হামবোল্ডট পেঙ্গুইনের দেখা মেলে। তবে বিভিন্ন কারণে এদের সংখ্যা কমেছে। এসবের মধ্যে রয়েছে তেল চুইয়ে সমুদ্রদূষণ, অতিরিক্ত মাছ আহরণের ফলে পেঙ্গুইনের খাবারের সংকট এবং মাছ ধরার জালে আটকে মাঝারি আকারের পেঙ্গুইনের মৃত্যু ইত্যাদি। কৃত্রিম উপায়ে পেঙ্গুইনের জন্ম এবারই প্রথম নয়। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর সিওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠান প্রায় দুই বছর আগে একই পদ্ধতিতে ম্যাজেলানিক পেঙ্গুইনের ডিম ফুটিয়েছিল।
Source: www.prothom-alo.com/technology/article/868843
Photo Source: tribune.com.pk