পাঁচ সেকেন্ডে ম্যালেরিয়া নির্ণয়


6 June 2016:

ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এক শিক্ষার্থী বানিয়েছেন র‌্যাপিড অ্যাসেসমেন্ট অব ম্যালেরিয়া (র‌্যাম) নামে একটি ডিভাইস। ২৬ বছর বয়স্ক এ শিক্ষার্থীর নাম জন লিওয়ানদোওস্কি। এ ডিভাইসের মাধ্যমে একফোঁটা রক্ত থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে রক্তে ম্যালেরিয়া জীবাণুর উপস্থিতি চিহ্নিত করা যাবে। ওই পিএইচডি গবেষক বলেন, প্রাথমিক পর্যায়েই যাতে এ রোগের চিকিৎসা শুরু করা সম্ভব হয়, তাই লক্ষণ শুরু হওয়ার পাঁচ থেকে সাত দিন আগেই রোগের জীবাণু চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ।” বিশেষত আফ্রিকা ও এশিয়ার গ্রাম্য অঞ্চলগুলোতে এ ডিভাইসের সাহায্যে কম খরচে অল্প সময়ের মধ্যেই রোগ নির্ণয় করা যাবে বলে আশা করছেন ডিভাইসটির নির্মাতা বোস্টনভিত্তিক প্রতিষ্ঠান ডিজিজ ডায়াগনস্টিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লিওয়ানদোওস্কি। তিনি জানান, রক্তে ম্যালেরিয়া জীবাণুর উপস্থিতির ফলে আয়রন ক্রিস্টাল বা হেমোজয়েন তৈরি হয়। এ ক্রিস্টালগুলোর চৌম্বক ধর্ম ব্যবহার করে খুব কম সময়ের মধ্যেই রক্তে এ রোগের জীবাণুর উপস্থিতি চিহ্নিত করার ধারণাটি নিয়ে কাজ করেন তিনি। ব্যাটারিচালিত এই ডিভাইসটি বানাতে সাকুল্যে খরচ হবে ১০০-১২০ ডলার। এতে ৪ ইঞ্চি আকারের একটি প্লাস্টিক বক্সের ভেতরে রয়েছে একটি ছোট সার্কিট বোর্ড, কিছু চুম্বক এবং একটি লেজার। এর বাইরের অংশে রয়েছে একটি এলইডি স্ক্রিন, একটি এসডিসডি কার্ড স্লট এবং ফেলে দেয়া যাবে এমন একটি প্লাস্টিকের তৈরি টিউব। এ টিউবে এক ফোঁটা রক্ত প্রবেশ করালেই চুম্বকের আকর্ষণে হেমোজয়েনগুলো নির্দিষ্ট সন্নিবেশে সন্নিবিষ্ট হয়ে পড়বে, যা লেজারের সাহায্যে ধরা পড়বে। লিওয়ানদোওস্কি বলেন, এতে জটিল কোনো কারিগরি নেই।

Source: www.jugantor.com/last-page/2016/06/06/36680/

Photo Source: www.jugantor.com/last-page/2016/06/06/36680/