পুরস্কৃত হলেন শেখর রায়
অনুবাদ-ভ্রমণকাহিনী শাখায় ইন্দোনেশিয়ার লোককাহিনী বইয়ের জন্য শেখর রায় কে ১৪১৬ সালের অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরষ্কার প্রদান করা হয়। বিগত ১৯ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ, ৪ অক্টোবর ২০১৩ শুক্রবার বিকেল ৩.০০টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে ১৪১৪, ১৪১৫, ১৪১৬ ও ১৪১৭ সালের অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব তারিক-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদ। শেখর রায় এর পক্ষে পুরষ্কার গ্রহণ করেন তার ছেলে নীলাদ্রী শেখর রায় (প্রিয়ন্ত)।