বরফহীন হচ্ছে সুমেরু সাগর!


6 June 2016. কালের কণ্ঠ ডেস্ক:

গলতে গলতে প্রায় সাবাড় হওয়ার মুখে উত্তর মেরুর বরফের চাদর। প্রায় এক লাখ বছর পর গোটা উত্তর মেরু থেকেই ‘বিদায় ঘণ্টা’ বেজে গেল বরফের! হয় এ বছরের শেষেই, নইলে আগামী বছরেই সুমেরু সাগরকে ‘গুড বাই’ জানাতে পারে ‘বরফ-সাম্রাজ্য’। এমন দাবি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘পোলার ওশান ফিজিক্স’ গ্রুপের প্রধান বিজ্ঞানী অধ্যাপক পিটার ওয়ারহ্যামস। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’ জানাচ্ছে, গত জুনের শুরুতে সুমেরু সাগরে বরফ ছিল মাত্র এক কোটি ১১ লাখ বর্গকিলোমিটার এলাকায়। কিন্তু ৩০ বছর আগেও এই পরিমাণ ছিল এক কোটি ২৭ লাখ বর্গকিলোমিটার। মানে, গত তিন দশকে সুমেরু সাগরে ১৫ লাখ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা বরফহীন হয়ে পড়েছে। ছয়টা ব্রিটেনকে যোগ করলে যতটা আয়তন হবে, সুমেরু সাগরের ততটা এলাকা থেকেই বরফ গলে সাফ হয়ে গেছে। অধ্যাপক ওয়ারহ্যামসের দাবি, ‘এ বছরের সেপ্টেম্বরেই সুমেরু সাগরের আরো ১০ লাখ বর্গকিলোমিটার এলাকা থেকে বরফ সাবাড় হয়ে যাবে। আর আগামী বছরের শেষদিকে সুমেরু সাগরের ৩৪ লাখ বর্গকিলোমিটার এলাকায় বরফ থাকবে নামমাত্র। এমনও হতে পারে, ওই সময় গোটা উত্তর মেরু থেকেই বরফ নির্বাসনে চলে যাবে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Source: www.kalerkantho.com/print-edition/last-page/2016/06/06/366574

Photo Source: www.kalerkantho.com/print-edition/last-page/2016/06/06/366574