বাদুড়ের যন্ত্রণায় জরুরি অবস্থা!
এতোদিন বেশ শান্তিতেই ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দারা। চোর- বদমায়েশদের নৈরাজ্য তেমন নেই বললেই চলে। কিন্তু হঠাত্ করেই শহরের মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক আর শহরবাসীর এই আতঙ্কের একমাত্র কারণ বাদুড়। শহরের লক্ষাধিক বাদুড়ের যন্ত্রণায় অতিষ্ঠ তারা। শহরের মেয়রও বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছেন। বাদুড়দের উত্পাতের কারণে রীতিমতো জরুরি অবস্থা জারি করা হয়েছে শহরটিতে। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, তারা তাদের জানালা খুলতে পারেন না। ঘরের বাইরে কাপড় পর্যন্ত শুকাতে দেয়া যায় না। এমনকি শান্তিতে ঘরে থাকা কিংবা ঘুমানোও দুঃসাধ্য হয়ে পড়েছে তাদের জন্য। এই বাদুড়দের সায়েস্তা করতে ইতোমধ্যে বাদুড় নিধন কার্যক্রম শুরু করেছে শহর কর্তৃপক্ষ। তবে বন্যপ্রাণি সংরক্ষণ কর্মীরা দাবি করেছেন, এভাবে বাদুড় নিধন কোনো সমাধান হতে পারে না। ধৈর্যই এই সমস্যা থেকে পরিত্রাণের সবচেয়ে বড় উপায়।-স্কাই নিউজ
Source: www.ittefaq.com.bd/print-edition/last-page/2016/05/26/121840
Photo Source: news.sky.com