বিলুপ্তপ্রায় বাগডাশা আটক
বগুড়ার শাজাহানপুরে সোমবার ভোরে বিলুপ্তপ্রায় বাগডাশা আটক করেছে গ্রামবাসী। দুরুলিয়া গ্রামের আলম মেকারের বাড়িতে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে প্রাণীটি। এর আলোকচিত্র সংগ্রহ করে মঙ্গলবার কালের কণ্ঠ থেকে তা বন বিভাগের রাজশাহী বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরে পাঠানো হয়। বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম আলোকচিত্র দেখে প্রাণীটিকে বাগডাশা বলে শনাক্ত করেন। তিনি বলেন, বাগডাশা নিশাচর প্রাণী। এটি সাধারণত গাছে বাস করে এবং ফলসহ ইঁদুর, পাখি ও ডিম খেয়ে জীবন ধারণ করে।
ছবি : ঠাণ্ডা আজাদ
Ref: http://www.kalerkantho.com/print-edition/priyo-desh/2014/03/19/63279