রূপসী বাতি লতা

  • Flawer of Pothos scandens (বাতি লতা)
    Pothos scandens (বাতি লতা)
  • Pothos scandens (বাতি লতা) -2
  • Pothos scandens (বাতি লতা)
    Pothos scandens (বাতি লতা)

 

Pothos scandens (বাতি লতা) -2

Pothos scandens (বাতি লতা)

সাহিত্য ও বিজ্ঞানের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে উদাহরণস্বরূপ আপনাদেরকে আমার চোখে দেখা এক রূপসী লতার সাথে পরিচয় করিয়ে দিতে আহ্বান করছি। কোন রকম যত্ন আত্তি ছাড়াই অসীম রহস্য নিয়ে অন্য উদ্ভিদকে আশ্রয় করে আকাশ পানে ধাই ধাই করে উঠে যায়। জগতের এক ক্ষুদ্র কোণে থেকে আমি কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট-ভাবে উপলব্ধি করেছি, কেবলমাত্র তার সম্বন্ধেই দু একটি কথা বলবো।

কবিগুরু যতার্থ বলেছেন
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুইপা ফেলিয়া………

অতী অবহেলীত লতা যাকে সচরাচর আগে দেখা মিলতো কিন্তু আজ আশ্রয়ের অভাবে অভিমান করে সে আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে যাচ্ছে।

সুধী পাঠক হয়ত ভাবছেন এমন কি লতা যাকে প্রথমেই রূপসী বলে আখ্যা দিয়েছি! আর অপেক্ষা নয় সেটি হলো বাতি লতা অনেকে বলেন ক্যান্ডেল ভাইন, তরু বিশারদ কার্ল লিনিয়াস একে Pothos scandens L নামকরন করেছেন যা Araceae পরিবার ভুক্ত লতা। এর পাতার আকৃতি মোমবাতির শিখার মত এজন্যই একে ইংরেজীতে Candle vine বা বাংলায় বাতি লতা বলে, কি অপরূপ নামকরন!(ছবিতে দেখুন)।

Pothos scandens (বাতি লতা)

Pothos scandens (বাতি লতা)

এরা অন্য বৃক্ষ পুরানো দেয়াল কে অবলম্বন করে বেড়ে উঠে এবং নোড ও ইন্টারনোড থেকে যে শেকড় বের হয় তা অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে ধাবিত হয়। তবে এরা পরজীবী নয় পরাশ্রয়ী লতা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। আদ্র আবহাওয়া ছায়াযুক্ত পরিবেশে ও সামান্য বৃস্টিতে এরা স্বাচ্ছন্দে বেঁচে থাকে। বাতি লতার ফুল কখনো দেখিনি তবে যেটুকু জেনেছি এর ফুল গোলাপী লাল বর্নের ও পুস্প বিন্যাস imbrecate.

Pothos scandens (বাতি লতা)

Pothos scandens (বাতি লতা)

এই লতা ভেষজ গুন সম্পন্ন। এর মূল তেলে ভেজে সেই তেল ফোড়াতে ব্যবহার করলে নিরাময় পাওয়া যায়। পাতা থেতলিয়ে এর রস ইপিলিপসি রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। কান্ড শুকিয়ে কুচি কুচি করে তামাকের মত ধুমপান করলে এজমা সেরে যায়। ঘাগড়াছডিতে এই লতা হিস্টেরিয়া ও সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করা হয়। (Yusuf et al. 2009).
এছাড়াও আলাদা আলাদা স্টাডিতে প্রমানিত যে বাতি লতার (Pothos scandens L) Antibacterial, Anthelmintic and Larvicidal কার্যকরীতা আছে।

সতর্কীকরণঃ যে কোনো ভেষজ ঔষধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।

Antibacterial-ব্যাকটেরিয়ার বিরুদ্বে কার্যকরী।
Anthelmintic-কৃমি নাশক।
Larvicidal-কৃমির ডিম ও লার্ভার বিরুদ্বে কার্যকরী।
Yusuf et al- ইউসুফ ও তাঁর দল।
Imbrecate- যে ফুলের পাপড়ি একটি আরেকটির উপর সজ্জিত থাকে তাকে ইমব্রিকেট পুস্প বিন্যাস বলে।

ছবি সংগ্রহঃ ইন্টারনেট